শুক্রবার বিকেলে কারমেল তার স্বামী ও কয়েকজন বন্ধুকে নিয়ে মোংলা থেকে এমভি আলাস্কা জাহাজে করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। করমজল পর্যটন কেন্দ্র ঘুরে দেখার পর রাতে তাদের জাহাজটি কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে নোঙর করে। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তাদের সঙ্গে থাকা একজন চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা আবারও সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মাত্র কয়েকদিন আগে, ১৩ সেপ্টেম্বর, এই একই এলাকায় গোসলে নেমে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছিল।
সুন্দরবনের আকর্ষণ যেমন প্রবল, তেমনি এখানকার পরিবেশও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঘটনাগুলো আমাদের জন্য এক সতর্কবার্তা—সুন্দরবনের মতো জায়গায় ভ্রমণের সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। শারীরিক সুস্থতার পাশাপাশি ভ্রমণকালে যেন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তা নিশ্চিত করা জরুরি। (সূত্র: বনবিভাগ, কোস্টগার্ড ও পুলিশ)