আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে শ্যামপুর কদমতলী থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় দোলাইরপার গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ শুরু করে দলটি। জুরাইন রেল গেইট সংলগ্ন জুরাইন ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ বিক্ষোভ সমাবেশ শেষ করেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।
এসময় জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে স্লোগান দিয়ে বলেন আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান চাঁদাবাজাদের দালালেরা এই বাংলায় হবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন এনসিপি।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী থানা কমিটির নেতৃবৃন্দ।