ঢাকা | বঙ্গাব্দ

গর্বের নতুন ইতিহাস! ১৮টি দল যাচ্ছে বিশ্ব মঞ্চে!

  • প্রকাশের তারিখ : 19-সেপ্টেম্বর-2025 ইং
গর্বের নতুন ইতিহাস! ১৮টি দল যাচ্ছে বিশ্ব মঞ্চে! ছবির ক্যাপশন: গর্বের নতুন ইতিহাস! ১৮টি দল যাচ্ছে বিশ্ব মঞ্চে!

বাংলাদেশের মেধাবী ও উদ্যমী খুদে বিজ্ঞানীরা এবার বিশ্বকে চমকে দিতে প্রস্তুত! আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে (WICE) অংশ নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডেলিগেশন। মোট ১৮টি দলের ৭০ জনেরও বেশি প্রতিযোগী, মেন্টর এবং অভিভাবক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোমাঞ্চকর তথ্যটি জানানো হয়। 'ড্রিমস অফ বাংলাদেশ' নামের একটি সংস্থা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এই প্রতিষ্ঠানের সিইও এবং প্রতিষ্ঠাতা মাহদীর ইসলাম বলেন, "দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে বিশ্বদরবারে তাদের প্রতিভা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও জানান, ইতিমধ্যেই এই খুদে বিজ্ঞানীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সম্মানজনক পুরস্কার ও তিনটি স্বর্ণপদক অর্জন করেছে।

আজকের এই যুগে প্রযুক্তি, বিশেষ করে রোবোটিকস ও অটোমেশন হলো পঞ্চম শিল্পবিপ্লবের প্রধান চালিকাশক্তি। এই ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের এমন অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবি রাখে। ডাব্লিউআইসিই প্রতিযোগিতার আয়োজকরা আশা করছেন যে, এ বছর ২৭টিরও বেশি দেশ এতে অংশগ্রহণ করবে। এই বিশাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের এত বড় ডেলিগেশন যাওয়াটা আমাদের প্রযুক্তিগত অগ্রগতির এক স্পষ্ট ইঙ্গিত।

এই খুদে বিজ্ঞানীরা শুধু দেশের নাম উজ্জ্বল করবেন না, বরং তারা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবেন। তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যতে আমাদের জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ঘটনাটি প্রমাণ করে যে, সঠিক প্ল্যাটফর্ম পেলে বাংলাদেশের তরুণরা যেকোনো আন্তর্জাতিক মঞ্চে সফল হতে পারে। (সূত্র: ড্রিমস অফ বাংলাদেশ ও সংবাদ সম্মেলন)



ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
বেঙ্গল প্রেস ডেস্ক

বেঙ্গল প্রেস ডেস্ক