ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক কোন্দল: ঢাবি ছাত্রদল সভাপতিকে জামায়াতের ‘হুঁশিয়ারি’!

  • প্রকাশের তারিখ : 10-সেপ্টেম্বর-2025 ইং
রাজনৈতিক কোন্দল: ঢাবি ছাত্রদল সভাপতিকে জামায়াতের ‘হুঁশিয়ারি’! ছবির ক্যাপশন: রাজনৈতিক কোন্দল: ঢাবি ছাত্রদল সভাপতিকে জামায়াতের ‘হুঁশিয়ারি’!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাস এখন যেন এক রাজনৈতিক রণাঙ্গন! ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায়কে ‘র’-এর দালাল বলে কটাক্ষ করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। শুধু তাই নয়, তিনি ফেসবুকে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “বেয়াদবি কিন্তু ছুটায় দেব।” এই ঘটনা দেশের ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই মন্তব্যটি পোস্ট করেন। তার এই আক্রমণাত্মক মন্তব্যের কারণ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সামনে গণেশের টেবিল চাপড়ে কথা বলার বিষয়টিকে উল্লেখ করেছেন। তার মতে, এমন আচরণ ‘বেয়াদবি’। তিনি আরও লেখেন, “‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না।”

এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়াও আসে। ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী জামায়াত নেতা সাঈদের একটি ছবি শেয়ার করে তাকেই বরং আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেন। এই ছবিটিতে সাঈদকে সাবেক এমপি নিজাম হাজারীর সাথে দেখা যায়।

এই রাজনৈতিক কোন্দল এবং কাদা ছোঁড়াছুড়ির ঘটনা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি করুণ চিত্র তুলে ধরে। যখন দুটি বিরোধী দল একে অপরের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার কথা, তখন তারা নিজেদের মধ্যে এমন প্রকাশ্যে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে। এটি তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি সম্পর্কে এক গভীর হতাশা তৈরি করে।

আইনগত দৃষ্টিকোণ থেকে, এমন হুমকি-ধামকি কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। এটি সমাজে অস্থিরতা বাড়ায় এবং সহিংসতাকে উসকে দেয়। উল্লেখ্য, মেজবাহ উদ্দিন সাঈদ গত ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। (সূত্র: মেজবাহ উদ্দিন সাঈদের ফেসবুক পোস্ট, ইয়াকুব নবীর ফেসবুক পোস্ট)


ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
বেঙ্গল প্রেস ডেস্ক

বেঙ্গল প্রেস ডেস্ক