ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধ না শান্তি? জেরুজালেমে রক্ত, আতঙ্ক আর মৃত্যু!

  • প্রকাশের তারিখ : 8-সেপ্টেম্বর-2025 ইং
যুদ্ধ না শান্তি? জেরুজালেমে রক্ত, আতঙ্ক আর মৃত্যু! ছবির ক্যাপশন: যুদ্ধ না শান্তি? জেরুজালেমে রক্ত, আতঙ্ক আর মৃত্যু!

এক ভয়ংকর বাস্তবতায় স্তম্ভিত জেরুজালেম। শান্তি আলোচনা চলার মুহূর্তে ইসরায়েলের ব্যস্ত বাসস্টপে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। গাজার চলমান সংঘাতের রেশ এখন জেরুজালেমের অলিগলিতেও ছড়িয়ে পড়ল, যা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

সোমবার সকালে রামোট জংশন এলাকায় এক গাড়িতে করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী এসে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সৌভাগ্যবশত, ডিউটিতে না থাকা এক সেনা ও এক বেসামরিক ব্যক্তি সাহসের সাথে পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের হত্যা করেন, যা আরও বড় ধরনের মানবিক বিপর্যয় ঠেকিয়েছে। নিহতদের মধ্যে আছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ। ইসরায়েলি গণমাধ্যম নিহতদের নাম প্রকাশ করেছে—ইয়াকভ পিন্টো (২৫), ইসরায়েল ম্যাটজনার (২৮), রাব্বি যোসেফ ডেভিড (৪৩), মরদখাই স্টেইনস্যাগ (৭৯), লেভি ইয়িৎসহাক প্যাশ এবং সারা মেন্ডেলসন (৬০)।

হামলার এই ভিডিও ফুটেজগুলো দেখলে যে কারোরই গা শিউরে উঠবে। হঠাৎ গুলির শব্দে নারী-পুরুষ ও শিশুরা জীবন বাঁচাতে দিশাহীন হয়ে ছোটাছুটি করছে। এক আহত যাত্রী এস্টার লুগাসি স্থানীয় টেলিভিশনে তার ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, "আমি ভেবেছিলাম আমার সময় শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল আমি যেন অনন্তকাল ধরে দৌড়াচ্ছি।" এই কথাগুলো যুদ্ধের ভয়াবহতা এবং মানুষের মানসিক আঘাতের চিত্র তুলে ধরে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে 'তীব্র সন্ত্রাসবিরোধী যুদ্ধের' অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং হামলায় জড়িতদের সহায়তাকারীদের ধরতে পশ্চিম তীরের গ্রামগুলো ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, হামাস এই হামলাকে 'দুই ফিলিস্তিনি যোদ্ধার বীরত্বপূর্ণ অভিযান' হিসেবে আখ্যা দিয়ে একে গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া বলে দাবি করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় অবশ্য সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে।

এই ঘটনাগুলো প্রমাণ করে যে, রাজনৈতিক ও সামরিক সংঘাতের প্রভাব কতটা গভীর এবং ধ্বংসাত্মক হতে পারে। যখন একপক্ষ আরেকপক্ষকে দমন করতে চায়, তখন এমন সহিংসতা একটি অনিবার্য ফল হয়ে দাঁড়ায়। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং মানব সভ্যতার জন্য এক চরম সংকট। (সূত্র: ইসরায়েলি ও ফিলিস্তিনি সংবাদ মাধ্যম)


ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
বেঙ্গল প্রেস ডেস্ক

বেঙ্গল প্রেস ডেস্ক