ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে বসে কেন বাংলাদেশের বিরুদ্ধে 'সাইবার যুদ্ধ'?

  • প্রকাশের তারিখ : 1-সেপ্টেম্বর-2025 ইং
'ষড়যন্ত্রের কালো হাত!' দিল্লিতে বসে কেন বাংলাদেশের বিরুদ্ধে 'সাইবার যুদ্ধ'? ছবির ক্যাপশন: 'ষড়যন্ত্রের কালো হাত!' দিল্লিতে বসে কেন বাংলাদেশের বিরুদ্ধে 'সাইবার যুদ্ধ'?

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) এখন ভারতের দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে 'সাইবার যুদ্ধ' পরিচালনা করছে। এর নেতৃত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এটি কি প্রমাণ করে যে, আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে?


পুতুলের হাতে সিআরআই: 'গুজবের নতুন কারখানা?'

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এখন অফিশিয়ালি সিআরআই'র দায়িত্ব পালন করতে পারছেন না। তাই শেখ হাসিনার নির্দেশে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবন থেকে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন।

সূত্র বলছে, সিআরআই'র প্রধান লক্ষ্য তিনটি:

  • অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা: বিভিন্ন মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা।

  • নির্বাচন ভন্ডুল করা: যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা।

  • বিভাজন সৃষ্টি করা: বিএনপি, জামায়াত ও এনসিপিসহ গণ-অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা।


সাইবার যুদ্ধ: এআই দিয়ে মিথ্যাচারের জাল

সিআরআই এখন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে মিথ্যা ভিডিও ক্লিপ তৈরি করছে। বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। শুধু তাই নয়, তারা 'টকশোর জনপ্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্টসহ' সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আর্থিক সহায়তা দিয়ে সরকারের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।

এই সাইবার যুদ্ধে শতাধিক ফেক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে: প্রজন্ম ৭১, মঞ্চ ৭১, ব্রিগেড ৭১, নিউক্লিয়াস ৭১, মুক্তিবাহিনী ৭১, হিস্টোরি অব আগস্ট, নয়া সংগ্রাম ২৫, প্রত্যাবর্তনস-০২, বঙ্গবন্ধু-৭১ এবং জয়বাংলা ব্রিগেড


প্রশ্ন হলো, যখন একটি দল দেশ ছেড়ে বিদেশি মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন কি তাদের আবার ক্ষমতায় ফেরার কোনো নৈতিক অধিকার থাকে?


ad728
কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
বেঙ্গল প্রেস ডেস্ক

বেঙ্গল প্রেস ডেস্ক