কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি হয়!
একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা শাহিন, মুহুর্তেই কাচিটি ছেলের মাথায় গেথে যায়! দ্রুত নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বেড় করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে।