লাইসেন্স নবায়নে ঘুষ, সেফটি নিয়ম উপেক্ষা – মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার বামুন্দি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুবেল রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও সেফটি নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, লাইসেন্স নবায়নের জন্য আগত ব্যক্তিদের কাছ থেকে তিনি নিয়মিত ঘুষ আদায় করেন। অভিযোগ রয়েছে, সঠিক প্রক্রিয়ায় ফাইল অনুমোদনের পরিবর্তে মোটা অঙ্কের টাকা না দিলে কোনও লাইসেন্স নবায়ন করা হয় না। অনেক সময় নগদ টাকা নেওয়া হলেও কোনোরকম সরকারি রশিদ প্রদান করা হয় না।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, যেসব প্রতিষ্ঠানে ফায়ার সেফটি সিস্টেম নেই বা নিয়ম লঙ্ঘিত হয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকেও তিনি গোপনে টাকা আদায় করেন। সরকারি বিধি অনুযায়ী, ফায়ার সেফটি মানদণ্ড পূরণ না করলে লাইসেন্স নবায়ন করার সুযোগ নেই। কিন্তু অভিযোগ রয়েছে, মোঃ রুবেল রানা ঘুষের বিনিময়ে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করে দিচ্ছেন।
এছাড়া, তিনি নিজের একটি ফায়ার সিলিন্ডার ব্যবসার মাধ্যমে স্থানীয় মোবাইলকৃত প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব খাটান এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দিয়ে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় প্রতিযোগী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "উনি শুধু ফায়ার স্টেশনের ইনচার্জ নন, নিজেও বড় ব্যবসায়ী। ঘুষ ছাড়া এখানে কোনও ফাইল চলে না। এমনকি নিরাপত্তার শর্ত না মেনে অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করে দিচ্ছেন।"
এ বিষয়ে মোঃ রুবেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।