কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মোহন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই ঘটনায় আহত হয়েছে হৃদয় (২৪) নামে আরেক যুবক। সংশ্লিষ্টদের দাবি, মাদক চোরাচালান ইস্যুতে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মোহন উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারী হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফিরছিল। তারা ঠোটারপাড়া মাঠ এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে চার থেকে পাঁচজনের একটি দল। পরে তাদের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র দিয়ে মোহন ও হৃদয়কে আঘাত করে তারা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মোহনের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যায়।
বিজিবির বরাতে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হৃদা বলেন, ‘মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রামদার আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছেন’।